জানুয়ারিতে সম্পূরক বৃত্তি পাবে শিক্ষার্থীরা : জবি উপাচার্য 

5 hours ago 3

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  রেজাউল করিম বলেছেন, জানুয়ারি মাসের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পাবে। অক্টোবরের মধ্যে সব কাগজপত্র জমা নেওয়া হবে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে এসে শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, আগে এতোদিন বলি নাই, কারণ এফসি বাকি ছিল। এখন এফসি হয়ে গেছে। ফলে অক্টোবরের মধ্যে কাগজপত্র সংগ্রহের কাজ শেষ হয়ে যাবে।

এর আগে এদিন দুপুর থেকে জকসুর রোড ম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি সমূহ হলো, শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে, তা নির্দিষ্ট করতে হবে; ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; ক্যাফিটেরিয়ার ভর্তুকি প্রদান করে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধি ও শীততাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

Read Entire Article