জামিনে বেরিয়ে ছুরিকাঘাতে খুন হত্যা মামলার আসামি

1 month ago 24

পূর্ব বিরোধের জেরে পাবনার মধ্য শহরের ঘোড়াস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে তুষার (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘোড়াস্ট্যান্ডের বর্ণমালা কিন্ডারগার্টেনের পাশের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম।

নিহত যুবক শহরের রাধানগর ময়দান পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি শহরের জুবলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের ঘোড়াস্ট্যান্ড এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের পাশের জঙ্গলে কয়েকজন যুবকের বাগবিতণ্ডার আওয়াজ পাওয়া যায়। এরপর ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় তু্ষারকে দেখা গেলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম বলেন, নিহত যুবক একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। কয়েকদিন আগে জামিন পেয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বের এ হত্যাকাণ্ডের জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এফএ/এএসএম

Read Entire Article