জুলাইয়ের এক বছরেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি : ঢাবি সাদা দল

1 month ago 8

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২টায় স্বৈরাচার পলায়নের বর্ষপূর্তিতে সাদা দল আয়োজিত আনন্দ র‍্যালিতে এ দাবি করেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম। 

তিনি বলেন, গত বছরের ঠিক এ সময়ে স্বৈরাচার দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি ১৭ বছর যা করেছিলেন তা তাকে পালাতে বাধ্য করেছিল। মানুষ একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজ এখনো পাইনি। 

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, জুলাইয়ের শহীদরা আমাদের চিরঋণী করে গেছে। একটি গণতান্ত্রিক দেশ পুনর্গঠনের মাধ্যমে আমাদের সে ঋণ পরিশোধে উদ্যোগী হতে হবে। 

দলটির সাবেক আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, এদেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলন দুটো দাবি আদায়ের লক্ষ্যে হয়েছে। তা হলো স্বৈরশাসনের অবসান ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। ভবিষ্যতেও যদি এ অধিকার আদায় না হয় তাহলে জনগণ আবার রাস্তায় নামবে। 

ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের এ দিনটি আমাদের জন্য স্বপ্নের। আমি কখনো ভাবিনি আমরা হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাব। আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশের জন্য আন্দোলন করেছি। একাত্তরের মতো চব্বিশের আন্দোলনের মালিকানা যাতে গুটিকয়েক লোকের হাতে চলে না যায় সেই কামনা করছি।

ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাইয়ে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছে, তা এখনো পূর্ণ হয়নি। শহিদদের আকাঙ্ক্ষা পূরণের আগ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। 

সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, আজকের এই দিনে এদেশের মানুষ স্বৈরাচার হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেয়েছিল। হাসিনা পালালেও রেখে গেছে ১৭ বছরের দুঃশাসনের স্মৃতি। এই দুঃশাসনের চূড়ান্ত পরিণতি ছিল স্বৈরাচারের পলায়ন। এখন আমাদের কাজ দেশ পুনর্গঠন করা ও সুশাসন নিশ্চিত করা।

Read Entire Article