জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক মোর্শেদ

3 months ago 45

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হয়েছেন সংগঠনের ডাইরেক্টর (অ্যাডমিন) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। 

শুক্রবার (৯ মে) জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেডআরএফের গভর্নিং বডি (বোর্ড অব ডাইরেক্টরস), মনিটর, কো-অর্ডিনেটররহ সব সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ব্যক্তিগত প্রয়োজনে কানাডা (গতকাল গেছেন) যাবেন। উক্ত সময়কালীন ফাউন্ডেশনের ডাইরেক্টর (অ্যাডমিন) অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য যে, অধ্যাপক মোর্শেদ হাসান খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য। দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন অধ্যাপক মোর্শেদ হাসান খান। জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হওয়ায় তাকে তার শুভাকাঙ্ক্ষী ও সতীর্থরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Read Entire Article