জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

3 months ago 58

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে জয়পুরহাটের সঙ্গে পার্বতীপুর-সান্তাহার রুটসহ সারাদেশের ট্রেন চলাচল ৭ ঘণ্টা বন্ধ থাকে। পরে বৃহস্পতিবার (২২ মে) ভের সোয়া ৪টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়পুরহাট রেলস্টেশন সূত্রে জানা গেছে, বুধবার রাত দশটার কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে তেলবাহী একটি ট্রেন জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে যায়। পুরানাপৈল রেলগেইট থেকে কিছুটা উত্তর দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে জেলার সঙ্গে উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ও পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনসহ সবগুলোই লেট হয়।

জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার নাহিদা আকতার বলেন, তেলবাহী একটি ট্রেন পুরানাপৈল এলাকায় লাইনচ্যুত হয়। উভয় দিকের ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ ছিল। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আল মামুন/এফএ/এমএস

Read Entire Article