জয়বাংলা স্লোগান দেওয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

2 weeks ago 13
চট্টগ্রামের আনোয়ারায় বিজয় দিবসের রাতে জয় বাংলা স্লোগান দেওয়ায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে তাদের নিজ নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকার মৃত নুরুল আবছারের পুত্র তারেক আজিজ (৩২) ও বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ফজল আহমদের পুত্র মো. রাসেল।  গ্রেপ্তার তারেক উপজেলার চাতরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গত অক্টোবর মাসের বিএনপি নেতার দায়ের করা একটি রাজনৈতিক মামলাও রয়েছে বলে জানায় পুলিশ। আনোয়ারা থানার এসআই মো. ফারুক কালবেলাকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর রাতে জয়বাংলা স্লোগান দিয়ে এলাকায় মিছিল করার অভিযোগ রয়েছে। এ ছাড়া আজিজের বিরুদ্ধে থানায় একটি মামলাও আছে। দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Read Entire Article