ঝিনাইদহে রেলের দাবির আন্দোলনে পাশে আছি : অ্যাটর্নি জেনারেল

11 hours ago 11

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ঝিনাইদহে রেললাইনের দাবির আন্দোলন যদি বেগবান করতে পারেন, আমি আপনাদের সঙ্গে সতীর্থ থাকব।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর এক হোটেলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বতব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ঝিনাইদহ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একাংশ। আমাদের সেই জনগোষ্ঠীর একাংশ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে দাবি আদায়ে ঝিনাইদহের উন্নয়নের প্রচেষ্টাকে সবসময় সাধুবাদ জানাব। ঝিনাইদহের উন্নয়নের জন্য আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন ভূমিকা রাখেন।

তিনি বলেন, ঝিনাইদহে রেললাইন দাবির আন্দোলন যদি বেগবান করতে পারেন, আমি আপনাদের সঙ্গে সতীর্থ থাকব। আমরা যে যেখানে থাকি ঝিনাইদহ উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ, এতদিন আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে সমতা আনতে গেলে আমাদের এ ধরনের প্ল্যাটফর্ম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টায় আমি আপনাদের স্বপ্নের একজন সারথি, সহযাত্রী হব।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাছির প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, কোষাধ্যক্ষ শাহনাজ বেগম পলি প্রমুখ।

Read Entire Article