টঙ্গীতে পোষাক ফ্যাক্টরির ডিজিএমকে কুপিয়ে জখম

1 month ago 28

গাজীপুরের টঙ্গীতে পোষাক ফ্যাক্টরির ডিজিএমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় টঙ্গী পূর্ব থানাধীন বিসিক পানির ট্যাংক এর মোড়ে এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে জানা যায় যে, আহত ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) আর বি এস আর ফ্যাশন লিমিটেড নামক একটি ফ্যাক্টরিতে ডিজিএম হিসেবে কর্মরত আছেন। ফ্যাক্টরি ছুটি হলে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল যোগে বাসায় যাওয়ার পথে এলিগেন্স ওরিয়েন্টাল লিমিটেড ফ্যাক্টরির সামনে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত পিছন থেকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। প্রাণে বাচতে তিনি দৌড়ে এলিগেন্স ওরিয়েন্টাল লিমিটেড ফ্যাক্টরিতে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা সেখানেও তাকে কোপাতে থাকলে, ফ্যাক্টরির দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও পথচারীরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে, দুর্বৃত্তরা জাহাঙ্গীরকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে সিকিউরিটি গার্ড ও পথচারীরা তাকে রিকশাযোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগীর অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুপার মেডিকেল হসপিটাল (প্রাঃ) লিমিটেড হাসপাতালে রেফার্ড করেছেন। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

Read Entire Article