টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

3 months ago 34

রংপুরের কাউনিয়ায় মাদক কারবারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানার এক এএসআই ও কনস্টেবলের বিরুদ্ধে। এ অভিযোগে দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন, এএসআই (নিরস্ত্র) রনি মিয়া এবং কনস্টেবল তরিকুল ইসলাম।

পুলিশের একটি সূত্র জানায়, রোববার (২৫ মে) সন্ধ্যার দিকে হারাগাছ থানার ওসি ও ডিউটি অফিসারকে না জানিয়ে এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম মোটরসাইকেলে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামে এক মাদক কারবারিকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

পরে বিষয়টি ওসিকে না জানিয়ে সাড়ে ১৩ হাজার টাকার বিনিময়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেন তারা। এটি ওসি জানতে পেরে রাতেই রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) আহমেদ মারুফ, রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ায় এএসআই রনি ও কনস্টেবল তরিকুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে রনি মিয়া বলেন, মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয়নি। পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ওসিকে জানানো হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি জানাবেন বলে সিদ্ধান্ত নেই। কিন্তু তার আগেই ওসি জানতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল কিছু বলতে পারবেন না জানিয়ে ডিসি ক্রাইমের সঙ্গে কথা বলতে বলেন।

এরপর ডিসি আহমেদ মারুফের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

জিতু কবীর/জেডএইচ/এএসএম

Read Entire Article