ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ডাকাত দলের এক সদস্য। তার নাম সাব্বির হোসেন (৩৪)।
সোমবার (২৬ মে) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম জবানবন্দি লিপিবদ্ধ করেন।
এছাড়া গ্রেফতার ডাকাত দলের আরও দুই সদস্যের পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক বাদল কুমার চন্দ্র শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এরা হলেন সিহাব সরকার (২৭) ও জাহাঙ্গীর আলম (৩৭)।
এর আগে রোববার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, রিমান্ডকৃতদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে মঙ্গলবার রাতে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার বিকেলে বাসযাত্রী মিনু মিয়া অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এএসএম