টিএসসি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ চলছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে টিএসসিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ হয়েছে—এমন গুজবও ছড়িয়ে পড়ে। এর পরই কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে।