ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

5 months ago 14

রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. রাজন মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

বিমানবন্দর থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাহিদ হাসান বলেন, আমরা জানতে পেরেছি দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, রাজন মোল্লার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কাদেরপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত মতিউর রহমান। তিনি একজন ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

কাজী আল-আমিন/বিএ/এএসএম

Read Entire Article