ট্রাম্প কি নোবেল পুরস্কারের যোগ্য? কী ভাবছে আমেরিকানরা
ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্ররা বারবার দাবি করেছেন, মার্কিন প্রেডিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু বেশিরভাগ আমেরিকান এ দাবির সঙ্গে একমত নন। একটি নতুন জরিপে এ অবস্থা দেখা গেছে। নতুন জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ আমেরিকান বিশ্বাস করেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নন।
ওয়াশিংটন পোস্ট এবং ইপসোস কর্তৃক এই মাসে পরিচালিত জরিপ অনুসারে, মার্কিন প্রাপ্তবয়স্কদের তিন-চতুর্থাংশেরও বেশি অর্থাৎ ৭৬ শতাংশ বলেছেন, ট্রাম্প লোভনীয় পুরস্কারটি পাওয়ার যোগ্য নন। মাত্র ২২ শতাংশ মনে করেন, তিনি তা পাওয়ার যোগ্য।
অপর জরিপ অনুসারে, ৬০ শতাংশ আমেরিকান রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলেন। তেমনি ৫৮ শতাংশ আমেরিকান মনে করেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ থামাতে ট্রাম্প কার্যকর ভূমিকা রাখতে পারেননি।
পোস্ট-ইপসোস জরিপটি ১১ থেকে ১৫ সেপ্টেম্বর অনলাইনে পরিচালিত হয়েছিল। ২,৫১৩ জন মার্কিন প্রাপ্তবয়স্কের উপর জরিপটি করা হয়।
জরিপ বলছে, শুধু সাধারণ জনগণ নয়, এমনকি রিপাবলিকানরাও নিশ্চিত না যে ট্রাম্প আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন কিনা। ৪৯ শতাংশ বলেছেন, তার শান্তি পুরস্কার পাওয়া উচিত। কিন্তু ৪৯ শতাংশ বলেছেন, তার এই পুরস্কার পাওয়া উচিত নয়।
মাত্র ১৪ শতাংশ স্বাধীন এবং ৩ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন, ট্রাম্প এই পুরস্কার পাওয়ার যোগ্য।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্পের ভাষণের পর জরিপটি প্রকাশিত হয়। ওই ভাষণে তিনি দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার পর থেকে আবারও সাতটি ‘বিধ্বংসী’ যুদ্ধের অবসান ঘটানোর দাবি করেন।
ট্রাম্প বিশ্ব প্রতিনিধিদের উদ্দেশে বলেন, এর মধ্যে রয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড, কসোভো ও সার্বিয়া, কঙ্গো ও রুয়ান্ডা, পাকিস্তান ও ভারত, ইসরায়েল ও ইরান, মিসর ও ইথিওপিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার যুদ্ধ।
তিনি আরও বলেন, প্রত্যেক বিবাদমান পক্ষ বলেছেন প্রতিটি অর্জনের জন্য আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।