ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ মার্কিন গরুর খামারিরা

8 hours ago 8

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্জেন্টিনা থেকে বেশি পরিমাণে গরুর মাংস আমদানির প্রস্তাবে দেশটির গবাদিপশু উৎপাদনকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই পদক্ষেপ মার্কিন পশুপালন খাতের জন্য হুমকিস্বরূপ বলেও মনে করেন তারা।

এর আগে ট্রাম্প জানান, দেশে গরুর মাংসের দাম রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় তিনি আর্জেন্টিনা থেকে মাংস আমদানির বিষয়টি বিবেচনা করছেন।

তার প্রশাসন আর্জেন্টিনাকে ২০ বিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় সহায়তা দিয়েছে। ট্রাম্প আর্জেন্টিনাকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে বিবেচনা করেন।

কিন্তু মার্কিন গবাদিপশু খাতের উদ্যোক্তারা বলছেন, এই পরিকল্পনা কৃষকদের জীবিকা ও মুক্ত বাজারের জন্য ক্ষতিকর হবে।

ন্যাশনাল ক্যাটলমেন’স বিফ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। কোলিন উডল বলেন, এই সময়ে আর্জেন্টাইন মাংস আমদানির পরিকল্পনা কেবল কৃষকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে; এতে বাজারমূল্য বা মুদি দোকানে গরুর মাংসের দাম কোনোভাবেই কমবে না।

গত মাসে ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনার জন্য আর্থিক সহায়তা নিয়ে আলোচনায় কৃষকদের হতাশ করে, কারণ তখন চীন আর্জেন্টিনা থেকে সয়াবিন কিনছিল। অথচ যুক্তরাষ্ট্রের সয়াবিন আমদানি বন্ধ রেখেছে বেইজিং।

ন্যাশনাল ফার্মার্স ইউনিয়নের সভাপতি রব লারিউ, এখন আমাদের জন্য সবচেয়ে অপ্রয়োজনীয় কাজ হবে তাদের আরও পুরস্কৃত করা এবং তাদের মাংস আমদানি করা।

ট্রাম্প রবিবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, আমরা যদি কিছু পরিমাণ গরুর মাংস আর্জেন্টিনা থেকে কিনি, তাহলে সেটি আর্জেন্টিনাকে সাহায্য করবে। আমরা দেশটিকে খুব ভালো বন্ধু ও মিত্র হিসেবে দেখি।

মার্কিন কৃষি দপ্তর জানিয়েছে, তারা বাজারে গরুর মাংসের দাম কমাতে কাজ করছে, পাশাপাশি খামারিদের জন্য বিপর্যয় ত্রাণসহ নানা সহায়তা দিচ্ছে।

ট্রাম্প যখন প্রথম মাংসের দাম কমানোর পরিকল্পনার কথা বলেন, তার পরদিন মার্কিন ফিডার ক্যাটল ফিউচারসের দাম তীব্রভাবে পড়ে যায়।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article