ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3 hours ago 5

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব ভিআইপি হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক মনোতোষ কুমার দে, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম প্রধান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান তুহিন, একুশে টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি জসিম উদ্দীন এবং দেশ বাংলার প্রতিনিধি বিশাল রহমান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে দৈনিক কালবেলার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন বলেন, কালবেলা শুরু থেকেই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে যাবে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, অল্প সময়ে কালবেলা অনেক জনপ্রিয়তা পেয়েছে। দেশের গণমাধ্যমে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতীক হয়ে উঠেছে। এ ধারাবাহিকতা যেন ধরে রাখে গণমাধ্যমটি। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করছেন, তাই তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, রাজনৈতিক নেতারা, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Read Entire Article