ডাটাবেজ বিশ্লেষণ করে ছিনতাইচক্র শনাক্ত করা হচ্ছে: ডিবি

3 months ago 12

রাজধানীতে ক্রমবর্ধমান ছিনতাই রোধে ডাটাবেজ বিশ্লেষণ করে বিভিন্ন অপরাধীচক্রের নামধাম শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। একই সঙ্গে শনাক্তকৃত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১১ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

নাসিরুল ইসলাম বলেন, ক্রিমিনাল ডাটাবেজ পর্যালোচনার মাধ্যমে আমরা বিভিন্ন ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি। এ চক্রগুলোকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ।

গত তিন মাসে ছিনতাইবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সফলতার কথাও তুলে ধরেন তিনি। ডিবির এ কর্মকর্তা জানান, গত অক্টোবরে ৯৮ জন, নভেম্বরে ১৪৮ জন এবং ডিসেম্বরে ৫৬৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। জানুয়ারির প্রথম ১১ দিনেই আরও ৩৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, এসব অপরাধীরা যখন আইনের আওতায় আসবে এবং মামলার মাধ্যমে কারাগারে থাকবে, তখন তাদের কার্যক্রম কমে আসবে। আমরা চাই এই অপরাধ থেকে নগরবাসী পরিত্রাণ পাক।

কেআর/এমকেআর/জিকেএস

Read Entire Article