ডেল্টা হসপিটালের সাবেক পরিচালক রাশেদা ইসলাম মারা গেছেন

2 months ago 7
  ডেল্টা হসপিটাল লিমিটেডের সাবেক পরিচালক রাশেদা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বনানীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।  এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রাশেদা ইসলাম। ডেল্টা হসপিটাল লিমিটেডের বর্তমান পরিচালক আরিফ উল ইসলামের মা ও প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক তিনি। বার্ধক্যজনিত কারণে রাশেদা ইসলামের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তারা জানান, আজ বিকেলে বনানী চেয়ারম্যানবাড়ি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডেলটা হাসপাতাল কর্তৃপক্ষ। 
Read Entire Article