ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

2 months ago 24

ঈদুল আজহার লম্বা ছুটি শেষে রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত পুরোপুরি শুরু হবে। তাই স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখন নারায়ণগঞ্জে ফিরছে মানুষ।

ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। তবে স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোনো যানজট দেখা যায়নি।

শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে দেখা যায়, মানুষ বিভিন্ন দূরপাল্লার বাসে করে ফিরছে। যাত্রীরা বলছেন, এ যাত্রায় সড়কে যানজটের ভোগান্তি পোহাতে হয়নি তাদের।

পরিবার নিয়ে নোয়াখালী থেকে ফিরেছেন আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার কর্মী ইয়াছিন আরাফাত সবুজ। তিনি বলেন, আমাদের ফ্যাক্টরি ১০ দিন ছুটি দিয়েছিল। রোববার চালু হবে। তাই একদিন আগেই ফিরে এসেছি। রাস্তা একবারে ফাঁকা।

চট্টগ্রাম থেকে আসা মজিব ফ্যাশন নামে এক পোশাক কারখানার শ্রমিক আরাফাত বলেন, আগামীকাল থেকে আমাদের অফিস খোলা। তাই আজ ফিরে এসেছি।

চিটাগাংরোডে সেন্টমার্টিন পরিবহনের মেহেদী হাছান বলেছেন, ফেরার যাত্রীর চাপ রয়েছে। চাপ কাল সকাল পর্যন্ত থাকবে। আর যাওয়ার যাত্রী একবারেই কম।

শ্যামলী পরিবহনের টিকিট বিক্রেতা বলেছেন, যাত্রীর চাপ আছে। রাস্তা ফাঁকা হওয়ায় গাড়ি চালকদের কোনো সমস্যা হচ্ছে না।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে বলেন, ঘরমুখো মানুষ কর্মে যোগ দেওয়ার জন্য নারায়ণগঞ্জ ফিরছে। আমাদের পুলিশ সদস্যরা সড়কে খেয়াল রাখছেন।

মো. আকাশ/জেডএইচ/এএসএম

Read Entire Article