ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পর্যবেক্ষকের কার্ড পেয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা।
সরেজমিনে জানা গেছে, মো. শোয়াইব রহমান নামের ওই শিক্ষার্থী সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের অনার্স ২০২১-২২ সেশনের তৃতীয় বর্ষে পড়ছেন। অথচ তার হাতে থাকা পর্যবেক্ষক কার্ডে পরিচয় দেওয়া হয়েছে ‘সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ হিসেবে।
শোয়াইব রহমানের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ডিইউএএ নিউজ -এর স্টাফ রিপোর্টার। তবে তিনি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না।
এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, নিয়ম অনুযায়ী কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার যোগ্য। সেখানে অন্য প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী কীভাবে সেই পরিচয়ে পর্যবেক্ষকের কার্ড পেলেন, তা খতিয়ে দেখা জরুরি। তাদের দাবি, ‘ডাকসু নির্বাচন দেশের শিক্ষার্থীদের কাছে একটি ঐতিহাসিক প্রক্রিয়া। সেখানে বহিরাগতকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া শুধু নিয়ম ভঙ্গই নয়, বরং নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে।’
এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে সমালোচনার মুখে শোয়াইব রহমান বলেন, ‘ওটা একটা মিস্টেক হয়ে গেছে। প্রেসের কার্ডের পরিবর্তে ভুলবশত অ্যালামনাই কার্ডে আমার নাম ও ছবি বসানো হয়েছিল। আমিও তাড়াহুড়োয় বিষয়টা চেক না করেই পোস্ট করে দিই। পরে আমাকে যখন ফোনে বিষয়টি জানানো হয়, তখন কার্ড সংশোধন করা হয়েছে।’
এ ঘটনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ‘প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা’ আখ্যা দিয়ে অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।