লা লিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে প্রথম দুটিতে গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু গতকাল শনিবার মায়োর্কার বিপক্ষে কোনো গোল করতে পারেননি ফরাসি তারকা।
এমবাপে গোল করতে না পারলেও মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল। লস বাঙ্কসদের এই জয় এসেছে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর সুবাদে। এ নিয়ে মৌসুমের তিন ম্যাচের সবগুলোতেই জিতলো রিয়াল।
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়ারিয়াল।
শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়টি আরও বড় ব্যবধানের হতে পারতো। পরপর তিনটি গোল বাতিলের কারণেই সেটি হয়নি। বাতিল হওয়া তিন গোলের দুটিই এমবাপের। বাকি একটি সতীর্থ আর্দা গুলারের।
এমএইচ/এমএস