শীতের জেলা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও আজকে তা কিছুটা বৃদ্ধি পেয়ে ১১ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠে গেছে। এতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে তেঁতুলিয়ায় কিছুটা কমেছে শীতের তীব্রতা আর ফিরেছে কর্মচাঞ্চল্যের স্বস্তি।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সকাল ৯ টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতো ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও কুয়াশা ভেদ করে জেগে উঠেছে পূবালী সূর্য। সে আলোয় ছড়াচ্ছে সকালের মিষ্টি রোদ। এতে চা, পাথরশ্রমিক, ভ্যানচালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্যের স্বস্তি।
স্থানীয়রা জানান, জেলায় এখনও তাপমাত্রা বৃদ্ধি না পেলেও দিনদিন তীব্রতার দিকে এগিয়ে যাচ্ছে। তাই এ জেলায় গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মধ্যে যদি শীতবস্ত্র বিতরণ করা হয় তাহলে তারা অনেক উপকৃত হবেন।
এদিকে তীব্র শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে রোগীর চাপ বেড়েছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা। এ ছাড়া গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন উপজেলা ও জেলা প্রশাসন।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা বর্তমানে ১১ তে অবস্থান করছে। সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে হিমালয় নিকটবর্তী এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীতের প্রকোপ একটু বেশি হয়ে থাকে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে।