পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন

3 hours ago 7

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। এ জেলায় তাপমাত্রা বাড়লেও উত্তরপশ্চিম হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা কনকনে বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে এ জেলায় । 

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সকাল সকাল সূর্যের দেখা না মিললেও আর হিম বাতাস বইছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৭২  শতাংশ ছিল। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় একই তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

জানা যায়, সন্ধ্যার পর থেকে পঞ্চগড়ে শুরু হয় উত্তরের হিম বাতাস আর ঘন কুয়াশা। এতে অনুভূত হতে থাকে কনকনে শীত। দিনভর উত্তরের হিম বাতাস থাকায় ছড়াতে পারেনি সূর্যের তীব্রতা। এতে কমে যায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান। কনকনে শীত অনুভূত হওয়ায় কাজে ব্যাঘাত ঘটছে খেটে খাওয়া মানুষের। তবে সকালে ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়া মানুষ গরম কাপড় পরে বের হওয়ার পাশাপাশি অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।  

এছাড়াও ফুটপাতে গরম কাপড়ের বেচাকেনা শুরু হয়েছে। শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে বলে জানায় পঞ্চগড়বাসী। জেলার হাসপাতালগুলোতে শীতে বেশিরভাগ শিশু ও বয়স্করা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তাই সুস্থ থাকার জন্য সবাইকে সচেতন থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, উত্তরপশ্চিম দিক থেকে বয়ে আসা হিম বাতাস আর কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে এ জেলায়। তবে গতকালকের তুলনায় তাপমাত্রা  কিছুটা বৃদ্ধি পেয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

Read Entire Article