ত্রিদেশীয় নারী ফুটবলে তৃতীয় দল মালয়েশিয়া

4 hours ago 3

এএফসি নারী এশিয়ান কাপ ও এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় ত্রিদেশীয় আমন্ত্রণমূলক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাফুফে।

বাংলাদেশের সাথে আজারবাইজানের অংশ নেওয়া নিশ্চিত হয়েছিল আগেই। তবে পাওয়া যাচ্ছিল না তৃতীয় দল। অবশেষে মালয়েশিয়া বাফুফের প্রস্তাবে সায় দিয়েছে। বাফুফের একটি সূত্র বলেছে, মালয়েশিয়া এই সিরিজে খেলবে বলে নিশ্চয়তা দিয়েছে।

Bd women football team

প্রথমে ভিয়েতনামের এই সিরিজে অংশ নেওয়ার কথা থাকলেও দেশটি পরে ‘না’ করে দেয়। তাই বাফুফে ভিয়েতনামের বিকল্প দেশ খুঁজছিল। এমনও পরিকল্পনা ছিল বাফুফের, তৃতীয় দল না পেলে আজারবাইজানের বিপক্ষেই দুই ম্যাচের সিরিজ খেলবে। মালয়েশিয়া রাজি হওয়ায় শেষ পর্যন্ত তিন জাতির সিরিজই হচ্ছে।

এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে ফিফা ফ্রেন্ডলি খেলতে নারী ফুটবল দল এখন থাইল্যান্ডে। ব্যাংককে দেশীয় বিপক্ষে বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে ২৪ ও ২৭ অক্টোবর ।

থাইল্যান্ড যাওয়ার আগে নারী ফুটবল দল বিশেষ ক্যাম্প করেছে চট্টগ্রামে। সেখান থেকে তারা ১৭ অক্টোবর ঢাকায় ফিরে ২১ অক্টোবর থাইল্যান্ড গেছে।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি নারী এশিয়ান কাপ এবং এপ্রিলে থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ। দুটি আসরেই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো খেলবেন। তার প্রস্তুতি হিসেবেই থাইল্যান্ডে প্রীতি ম্যাচ ও ঢাকায় ত্রিদেশীয় প্রীতি সিরিজ।

আরআই/আইএইচএস/

Read Entire Article