দুপুরে জোবায়েরপন্থিদের জরুরি সংবাদ সম্মেলন
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তাবলীগ জামাতের যোবায়েরপন্থিরা।
বুধবার ( ১৮ ডিসেম্বর) তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) তথা যোবায়ের পন্থিদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।
তিনি জানান, আজ দুপুর ২টায় তাবলীগ জামাত বাংলাদেশের মূল কেন্দ্র কাকরাইল মসজিদে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং যোবায়েরপন্থি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এর আগে বুধবার ভোর রাত থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় শতাধিক।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) ও বগুড়ার তাজুল ইসলাম (৭০)।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে সাদপন্থিরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে যোবায়েরপন্থিরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থিরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থিরা ময়দানে প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বহু হতাহত হয়।