দুর্ঘটনায় মানসম্মত হেলমেট জীবন রক্ষার হাতিয়ার হতে পারে

3 hours ago 6

দুর্ঘটনায় মানসম্মত হেলমেট জীবন রক্ষার হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিআরটিএ এবং চট্টগ্রাম জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এ প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আবছা রহিম, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী।

দুর্ঘটনায় মানসম্মত হেলমেট জীবন রক্ষার হাতিয়ার হতে পারে

সভায় সাম্প্রতিক সময়ে ব্যাপকহারে মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। পাশাপাশি ১৫ জন মোটরসাইকেল লাইসেন্সধারী চালককে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

এর আগে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর ইস্পাহানি মোড়ের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এমডিআইএইচ/এমকেআর/এএসএম

Read Entire Article