দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না

5 hours ago 4

দুর্নীতি এবং অভ্যন্তরীণ নৈতিক অবক্ষয়ের কারণেই বাংলাদেশ উন্নত দেশের পর্যায়ে যেতে পারছে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের যে পরিমাণ সম্পদ রয়েছে, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশ উন্নত বিশ্বে পরিণত হতে পারত।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাবি শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তাক্ত জনপদের আপনারা সংগ্রামী বীর। আপনারা যেভাবে দেশকে নিয়ে ভাবেন সেভাবে হয়ত অন্যরা আগে ভাবতো না। আপনারা দেশকে নিয়ে যে কল্পনা করেন, সেভাবে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতার জায়গায় ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে থাকবে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এসময় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয় ব্রত চৌধুরী ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।

কাজল কায়েস/কেএইচকে/এএসএম

Read Entire Article