লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন ডানায় ভর করে রাজপথে উঠতে চায়। তারা অতীতের দুর্নীতির সমস্ত চিত্র মুছে ফেলতে সচিবালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের ভোটে আসার অধিকার নেই।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে কমলনগরের পাটোয়ারীর হাট জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ। বিশেষ বক্তা হিসেবে ছিলেন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াত নেতা আব্দুস সাত্তার সুমন, কমলনগর উপজেলার জামাতের আমির মাওলানা মুহাম্মদ আবুল খায়ের।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ডাক্তার নূর উদ্দিন, সবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ূন করির ও উপজেলা জামায়াত নেতা মো. কামাল হোসেন, সাইফুল্লাহ মুনির, বাহার হোসেনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।