ময়মনসিংহে দোকানের তালা ভেঙে ২৮৫টি মোবাইল ও নগদ ১০ লাখ লুটের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় এলাকায় অলকা নদী বাংলা কমপ্লেক্সের তৃতীয় তলার ‘জিরো পয়েন্ট’ নামের একটি মোবাইলের দোকানে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, সম্প্রতি নগরী জুড়ে চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচজন যুবক কমপ্লেক্সটিতে প্রবেশ করে। এরমধ্যে তিনজনের সঙ্গে ছিল ব্যাগ। এদিক সেদিক উঁকিঝুঁকি দিয়ে হঠাৎ দোকানের তালা ভেঙে দুজন ভেতরে প্রবেশ করেন। অন্যরা বাইরে পাহারায় থাকেন। ভেতরের দুজন মোবাইল ব্যাগে ভরে। ৭ মিনিটের মধ্যেই মোবাইল লুট করা হয়। এরপর ব্যাগ ভর্তি মোবাইল নিয়ে নির্বিঘ্নে সটকে যায় তারা।
মোবাইল দোকানের মালিক হৃদয় খান বলেন, বেলা ১১টার দিকে দোকানে এসে দেখি নতুন তালা লাগানো। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, দোকান থেকে ২৮৫টি মোবাইল লুট হয়েছে, যার মূল্য ৬০ লাখ টাকা। এছাড়া নগদ ১০ লাখ টাকাও নিয়ে গেছে।
শহরের দূর্গাবাড়ি এলাকার ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, সম্প্রতি নগরী জুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। মোবাইলগুলো নিয়ে যাওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম