চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে ভিটেমাটি হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে পাড়ের বাসিন্দাদের।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুর গ্রামের বেশ কিছু এলাকায় সপ্তাহ ধরে নদীপাড়ে ভাঙন চলছে। এতে আতঙ্কে রয়েছে তিন গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, গত সপ্তাহ থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে। কারও নজর নেই। কখন যেন ঘরবাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। এমনকি মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধটিও ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য চান মিয়া বলেন, ভাঙন ঠেকাতে পাড়ে ফেলা বালুভর্তি জিও ব্যাগ ধসে পড়তে শুরু করেছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে স্থানীয়দের বাড়িঘর রক্ষা করা সম্ভব হবে না।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, হঠাৎ ধনাগোদা নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি জেনেছি। দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
শরীফুল ইসলাম/এএইচ/জিকেএস