ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
ধর্ষকের প্রকাশ্যে শাস্তি দাবি ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।
এর আগে রাত বারোটার দিকে কবি সুফিয়া কামাল হল থেকে মিছিল নিয়ে বের হন হলটির নারী শিক্ষার্থীরা। এরপর একে একে আশপাশের হল থেকে মিছিল নিয়ে আসছেন অনেকেই।
এ সময় শিক্ষার্থীদের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধষর্কের ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস,’ ‘তোমার বোন আমার বোন, আছিয়া আছিয়া', ‘তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
রিপোর্ট লেখা পর্যন্ত (১ টা ১০মিনিট) শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন।