নওগাঁর আম বাজারে আসবে ২২ মে

3 months ago 20
নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। সোমবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ সংক্রান্ত এক সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই সময়সূচি ঘোষণা করেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, স্থানীয় গুটি জাতের আম আগামী ২২ মে থেকে। এরপর পর্যায়ক্রমে উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ ৩০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ২ জুন থেকে পাড়া যাবে। এছাড়াও নাক ফজলি ৫ জুন, ল্যাংড়া-হাড়িভাঙা ১০ জুন, আম্রপালি ১৮ জুন, ফজলি এবং ব্যানানা ম্যাঙ্গো ২৫ জুন থেকে। সর্বশেষ আশ্বিনা, বারি-৪ এবং কাঠিমন ও গৌড়মতি ১০ জুলাই থেকে চাষিরা আম সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, কৃষি কর্মকর্তা ও আম চাষিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সারা দেশে নওগাঁর আমের বিশেষ সুনাম রয়েছে। ইতোমধ্যে এ জেলার নাক ফজলি আম জিআই স্বীকৃতি পেয়েছে। এছাড়া নওগাঁর আম্রপালির বিশেষ চাহিদা রয়েছে। আম অপরিপক্ব অবস্থায় কেউ যেন বাজারজাত করতে না পারে সে বিষয়ে প্রশাসন সচেষ্ট থাকবে। তবে কোনো আম নির্ধারিত তারিখের আগে পরিপক্ব হলে স্থানীয় কৃষি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ছাড়পত্র নিয়ে বাজারজাত করতে পারবে। আশা করা যায় এ বছর জেলায় আম বেচাকেনা ভালো হবে।  এর আগে কোনো অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যা থেকে ৩ লাখ ৮৬ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আম বেচা-কেনার আশা করা হচ্ছে আনুমানিক সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা।
Read Entire Article