নকিব মুকশির চারটি কবিতা

4 days ago 5

বিদ্যা বালানের মতো

জন্মদিনে গাছ পুঁতে নিজেরে ছড়িয়ে
মাটি অব্দি নিয়ে যাই—এটাই আমার
কেক কাটা, তুমি এসো, ঠোঁটের মতন
কোমল ঘাসের মাঠে যেখানে চমরি
গাই নিয়ে আমি থাকি আমার মতন

বিদ্যা বালানের মতো, সুগন্ধি চালের
চিরল ঠোঁটের মতো ছিমছাম পথ
মানুষের হয় নাকি? জটিল জীবনে
সুখ ঝরে যেতে থাকে যেভাবে মুকুল
ঝরে যায় ভুড়ভুড় করে বৃষ্টি এলে

****

খিড়কি দুয়ার খোলো

আমার গাছের ফোটা ফুলে তুমি হলে
ঋদ্ধ উজ্জয়িনী—শিপ্রা নদী বুকে নিয়ে
কোথায় চলেছ ভুলে আমাদের প্রেম?
খিড়কি দুয়ার খোলো, মেঠো পথ হোক
দুজন বেরোই ঝেড়ে সম্পর্কের ভার

পাল্লা পাল্লা মৃগতৃষা নিয়ে আর কত
জীবন বিষিয়ে যাব, মাটি পুড়ে হবে
আর কত ইট—সব ফেলি চলো ঝেড়ে
দুর্বার নির্ভার হই, মেষের পশমি
সম্পর্কে হুল্লোড় দিই ছড়িয়ে-ছিটিয়ে…

****

মিসাইলে চাবি দেয়

পিঠ খোলা ব্লাউজের মতো আসমান
বানিয়ে মেঘেরা করে ছায়া-রোদ খেলা—
বসে বসে তা-ই দেখি, আর ভেবে যাই—
তোমার মুখের ভাষা, তোমার হৃদয়…
প্রবল বর্ষণে দেখি—রোদের পলক

সিগারেট খেতে খেতে তারা সেক্স করে
চুমু দিতে দিতে তারা সুপারসনিক
মিসাইলে চাবি দেয়—রোদ-ছায়া খেলা…
ড্রিঙ্ক নিতে নিতে তুমি কবিতা আবৃত্তি
করো, আর ভিজে যাও রক্তবৃষ্টিস্পার্মে…

****

বিমুগ্ধ লাশের পাশে

বিমুগ্ধ লাশের পাশে আর কতকাল
এভাবে কাটাবে শুয়ে, ভাত খেতে খেতে
তার চাঁদ নেড়ে যাবে? স্তন-রেস্তোরাঁয়
মর্গের লাশের গন্ধ, আকাশের তারা—
এ তো প্রসারিত রূপকল্প অতীতের

আসমান সঙ্কুচিত হয়ে এলে ব্রহ্ম
খুব ভারী হয়ে ওঠে, রক্ত, খুন, সেক্স
দেহ, মন, প্রেম—সব জমা হয় তাই;
আজান দিতেছে দূরে; ফজর নামাজ
পড়ি চলো; নগ্ন? লাশ? এসব কিছু না

****

নকিব মুকশির জন্ম ১৫ জানুয়ারি ১৯৮৮। শরীয়তপুরের বালুচরে বংশনিবাস। পড়াশোনা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ: কাছিমের পিঠে গণতন্ত্র, ভাষাচিত্র প্রকাশনী, ২০১৩। প্রতিশিসে অর্ধজিরাফ, জেব্রাক্রসিং প্রকাশন, ২০১৯। ...দুধের গাই-এজমালি বাগান..., চন্দ্রবিন্দু প্রকাশন, ২০২০। জুতার কিরণ, অনুপ্রাণন প্রকাশন, ২০২০। পৃথিবী এক সারোগেট মাদার, ঐতিহ্য, ২০২৪। তিনি ‘এক্সিলেন্ট আইডিয়াল স্কুল’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত।

এসইউ/এমএস

Read Entire Article