নগর ভবনে অটোরিকশাচালকদের হামলা, আহত ১০

3 months ago 14

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে হামলা চালিয়ে অন্তত ১০ জনকে আহত করেছেন অটোরিকশাচালকরা। এসময় কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা।

সোমবার (১২ মে) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে হামলাকারীরা নিজ থেকে ঘটনাস্থল থেকে সরে যায়।

সকাল থেকে অনুমোদনহীন অটোরিকশা চলাচলের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এক পর্যায়ে তারা ভেতরে প্রবেশ করে হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে।

নগর ভবনে অটোরিকশাচালকদের হামলা, আহত ১০

আহতরা জানায়, অটোরিকশাচালকরা শহরে চলাচলের দাবিতে আন্দোলন করছিল। অন্যদিকে আমরা সড়কে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তারা আমাদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাচাতে নগর ভবনে প্রবেশ করলে তারা সেখানেও হামলা চালায়। ৎ

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, বিনা উস্কানিতে এ হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর আক্রমণ হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস

Read Entire Article