নদীতে আফগান বাঁধ, ইরানের প্রতিবাদ

2 weeks ago 15

তালেবান শাসিত আফগানিস্তানের একটি নদী বাঁধের নির্মিত প্রকল্পের প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশ ইরান। হারিরুদ নদীর আফগান অংশে ‘পাশদান বাঁধ প্রকল্প’ নামে একটি বাঁধ নির্মাণের কাজ চলছে, যা নিয়ে ইরান উদ্বেগ প্রকাশ করেছে। খবর এএফপি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, এই বাঁধের কারণে নদীর পানির প্রবাহে বাধা সৃষ্টি হবে, ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির লঙ্ঘন হতে পারে।

এফপির প্রতিবেদনে বলা হয়, ইরান ও আফগানিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এই দুই দেশের মধ্যে নদীর পানি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 

শুক্রবার (০৩ জানুয়ারি) প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমেইল বাকেরি এক বিবৃতিতে বলেন, পাশদান বাঁধের ফলে হারিরুদ নদীর পানি ইরানে প্রবাহিত হতে বাধা পাবে। 

তিনি আরও বলেন, আফগান কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সই করা চুক্তির পরিপন্থিভাবে পানি ব্যবস্থাপনা করা যাবে না।

অপরদিকে গত মাসে আফগানিস্তানের অর্থনীতিবিষয়ক উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে, পাশদান প্রকল্প এখন প্রায় সম্পন্ন। 

আফগানিস্তানের হেরাত প্রদেশে নির্মিত এই বাঁধটি ৫ কোটি ৪০ লাখ কিউবিক মিটার পানি ধারণ করতে সক্ষম হবে, যা ১৩ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। এছাড়া, এটি ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনেও সক্ষম হবে।

পাশদান বাঁধ নির্মাণকে কেন্দ্র করে ইরান ও আফগানিস্তানের মধ্যে জলবায়ু এবং পানি ব্যবহার নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

Read Entire Article