পটুয়াখালীর বাউফলে তরমুজবাহী ট্রলারে ডাকাতের আক্রমণের ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৮ জনই আহত হয়েছেন। এ সময় ডাকাতের ১ সদস্যকে আটকে রাখে ট্রলারে থাকা লোকজন। তরমুজবোঝাই ট্রলারটি বর্তমানে ধূলিয়া লঞ্চঘাটে রয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে বাউফলের ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে তরমুজ বহন করা ট্রলার বিক্রির উদ্দেশ্যে চাঁদপুরে যাচ্ছিল। এ সময় ট্রলারে ৫ মালিকের ১০ হাজার পিস তরমুজ ছিল। মধ্যরাতে ডাকাতের ৭ সদস্যের সংঘবদ্ধ দল হামলা চালায়। এতে ট্রলারে থাকা ৮ জন আহত হয়েছেন।
আহত শহিদুল মাতবর, মেহেদী হাসান, সেলিম মাঝিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতরা হলেন- ফিরোজ মাতবর, বারেক মাতবর, ফরহাদ হোসেন, ফয়সাল ও হাবু পেশকার। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত ৮ জনের বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে ।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ভোররাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতের ১ সদস্য পুলিশের জিম্মায় চিকিৎসাধীন রয়েছেন। তরমুজবোঝাই ট্রলারটি আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত ছাড়া হবে।