প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকার সঙ্গে পার্টিতে আমির খান

5 hours ago 5

বলিউড অভিনেতা আমির খানের সম্প্রতি নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় তিনি একটি পার্টিতে উপস্থিত হয়েছেন। একই পার্টিতে তার সঙ্গে উপস্থিত আছেন তার সাবেক দুই স্ত্রী ও বর্তমান প্রেমিকা। খবর : টেলিগ্রাফ ইন্ডিয়া

পুরোনো এই ভিডিওটি ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের বিবাহ বার্ষিকীর। যেখানে পরিবারসহ উপস্থিত ছিলেন আমির। যার একটি ছোট্ট ক্লিপস সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই পেসার। সেখানেই তাকে দেখা যায় কিরণ রাও ও রিনা দত্তের সঙ্গে তার বর্তমান প্রেমিকা প্রেমিকা গৌরী স্প্র্যাটকে দেখা যায়।

এদিকে ভিডিও টি নতুন করে আলোচনায় আসার কারণ হচ্ছে শুক্রবার (১৪ মার্চ) নিজের ৬০তম জন্মদিনের ঠিক আগের দিন রাতে আমির পাপারাজ্জিদের সঙ্গে তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

জানা গেছে, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে আমির খান ফিল্মস-এ কাজ করছেন। পেশাগতভাবে তিনি একজন হেয়ারড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে এফডিএ ডিগ্রি অর্জন করেছেন। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ, আর তার দাদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি ছয় বছর বয়সী এক সন্তানের মা। এর আগে আমির ১৯৮৬ সালে রীনা দত্তকে এবং ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। 

Read Entire Article