নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

2 months ago 29

নরসিংদীর রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার কালিকাপুর গ্রামের মনসুর আলী বাড়ি ও সাবুদ আলীর বাড়ির বংশের লোকজন সংঘর্ষে জড়ান।

আহতরা সবাই কালিকাপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে মকবুল মিয়া নামের একজন চোখে মারাত্মক আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে দুই পক্ষের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্জিত সাহা/এসআর/এমএস

Read Entire Article