নাটোরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

3 hours ago 5

নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা চুরি করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে বাড়ির ৫টি কক্ষ ও এসব কক্ষে থাকা সব মালামাল পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে উপজেলার দাসগ্রামে চান্দাই ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল টিপুর বাড়িতে এ ঘটনা ঘটে। 

বিএনপি নেতা আব্দুল আউয়াল টিপু জানান, বুধবার বিকেলে তিনি বাড়ির সবাইকে নিয়ে পাশের ভান্ডারদহ গ্রামে জামাই বাড়িতে ইফতারির দাওয়াতে যান। ইফতারের ঠিক আগমুহূর্তে তার বাড়িতে আগুন লেগেছে বলে মোবাইলে খবর পান তিনি। পরে দ্রুত ফিরে এসে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়ির ৫টি কক্ষ পুড়ে গেলেও শোবার ঘরের বিছানাসহ অন্যান্য অংশ রক্ষা পায়। 

এ সময় তিনি শোবার ঘরে আগুন না লাগা অংশে লুকিয়ে রাখা নগদ দুই লাখ টাকার খোঁজ করে দেখেন সেগুলো নেই। কে বা কারা দেয়াল টপকে ভেতরে ঢুকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে এবং যাবার সময় বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (ডিউটি অফিসার) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article