নান্দনিকের ৪৮ বছর পূর্তি উদযাপন

3 hours ago 3

নাট্যদল নান্দনিক নাট্য সম্প্রদায় ১৯৭৭ সালের ১৬ অক্টোবর যাত্রা শুরু করেছিল। সেই থেকে নানা প্রতিকূলতা ও সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে দলটি আজ ৪৮ বছরে পা রেখেছে। এই দীর্ঘ সময়জুড়ে নান্দনিক নাট্য সম্প্রদায় তাদের নামের সার্থকতা প্রমাণ করে এসেছে সৃজনশীল ও রাজনৈতিকভাবে সচেতন নাটক মঞ্চায়নের মাধ্যমে।

দলের প্রথম প্রযোজনা নাটক ছিল ‘আমার সোনার হরিণ চাই’। এরপর ‘রক্তকরবী’, ‘শাস্তি’, ‘নৃপতি’, ‘ক্লিওপেট্রা’, ‘মহাবিদ্রোহ’ ও ‘সম্রাট বাহাদুর শাহ জাফর’সহ বিভিন্ন সফল মঞ্চায়ন করেছে দলটি।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (২০ অক্টোবর) সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে অংশ নেবেন দলের বর্তমান ও প্রাক্তন সদস্যরা, নাট্যকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।

নান্দনিকের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল দেশ-বিদেশের মানসম্পন্ন নাটক মঞ্চে আনা। তাই প্রোডাকশনের সংখ্যা হয়তো কম, কিন্তু মানের ক্ষেত্রে কোনো ছাড় দিইনি। আমাদের যে স্বপ্ন ছিল, হয়তো সবটা পূরণ হয়নি, তবে আমি বিশ্বাস করি আমাদের তরুণ সদস্যরা এই স্বপ্নকে আরও দূর পর্যন্ত নিয়ে যাবে।’

দলের প্রবীণ সদস্য বদরুদ্দোজা বলেন, ‘নান্দনিক একটি পরিবার, যেখানে শুধু অভিনয় নয়- একজন মানবিক ও দেশপ্রেমিক মানুষ গড়ে তোলার চর্চা হয়। ৪৮ বছর ধরে মঞ্চে কাজ করা নিঃসন্দেহে একটি বিশাল অর্জন।’

নাটকের প্রতি দায়বদ্ধতা ও ঐতিহ্যের ধারক হিসেবে নান্দনিক নাট্য সম্প্রদায়ের এই ৪৮ বছরের যাত্রা দেশের নাট্যাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এমআই/এলআইএ/জিকেএস

Read Entire Article