প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

5 hours ago 3

বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্ট নিতে ফি কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

কাতার ও ইতালি সফর শেষে রোববার (১৯ অক্টোবর) দেশে ফিরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট নেওয়ার জন্য আপনারা যে টাকা দেন, আমরা যাদের রেমিট্যান্স যোদ্ধা (প্রবাসী শ্রমিক) বলি তাদের টাকা বেশি দিতে হয়। রেমিট্যান্স যোদ্ধাদের কাছ থেকে আমরা বেশি টাকা নেবো না, টাকাটা সমান করে দেবো।’

তিনি বলেন, ‘তাদের আমরা সব সময় রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার, অনেক সময় ওই সম্মানটা তারা পান না। অনেক জায়গায় সার্ভিসটা ভালোভাবে পাচ্ছে না।’

সব দেশেই প্রবাসীদের পাসপোর্টের ফি কমানো হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশতো একটা না, অনেকগুলো দেশ। এরপর কতটুকু কমাতে পারি আমরা দেখবো।’

উপদেষ্টা আরও বলেন, ‘এছাড়া প্রবাসীরা বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং এয়ারপোর্টে আসার পরেও যাতে উন্নত সেবা পান- সেই বিষয়ে আমরা চেষ্টা করবো।’

আরএমএম/এমএএইচ/জিকেএস

Read Entire Article