নারীকে মারধরে জড়িতদের শাস্তির দাবি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

1 day ago 9

গাইবান্দার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর এবং বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

রোববার (৫ জানুয়ারি) খ্রিস্টান অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক স্বপন রোজারিও স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের প্রতি এই দাবি জানান।

বিবৃতিতে জানানো হয়, গত ৩ জানুয়ারি গাইবান্দার গোবিন্দগঞ্জে নিরীহ আদিবাসী নারী ফিলোমিনা হাসদাকে মারধর এবং বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গাইবান্দা ও উত্তরাঞ্চলসহ দেশের সব আদিবাসীর জমি-জমা, বাড়ি-ঘর ও সম্পদসহ তাদের নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

Read Entire Article