নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষাসহ ইবি ছাত্রদলের ১০ দাবি

3 hours ago 2

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষাসহ ১০ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, রোকন উদ্দিন এবং  সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন প্রমুখ।

তাদের অন্য দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের সব অতিরিক্ত ফি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, গুচ্ছ প্রক্রিয়া থেকে শিগগিরই বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে হবে। এ ছাড়া গণহত্যাকারী শেখ হাসিনার পরিবারের নামে ক্যাম্পাসের মধ্যে যত স্থাপনা রয়েছে সব স্থাপনার নাম পরিবর্তন, বেগম খালেদা জিয়া হল থেকে মুজিব কর্নারের নাম পরিবর্তন ও নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার এবং পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন নিশ্চিত করা।

এ ছাড়াও দীর্ঘ ১৬ বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠাকারী স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ৪ আগস্ট-জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের পক্ষে মিছিলে অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনা, বিভিন্ন সময়ে ক্যাম্পাস অবকাশকালীন সময়ে নিরাপত্তা জোরদার নিশ্চিত, চিকিৎসা কেন্দ্রে আধুনিক চিকিৎসা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ, শহীদ জিয়া কমপ্রেক্স নির্মাণ ও ক্যাম্পাসকে ভিক্ষুক মুক্ত করার উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদলের পক্ষ থেকে ওনার কাছে ১০ দফা দাবি উত্থাপন করা করা হয়েছে।

Read Entire Article