নিরাপত্তা বাহিনীর অভিযান সম্পূর্ণ, নিহত ৩৩ হামলাকারী

8 hours ago 10

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার জানিয়েছেন বেলুচিস্তানে হাইজ্যাকিংয়ের শিকার হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বাহনীর অভিযান শেষ হয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থলে থাকা ৩৩ হামলাকারীর সবাই নিহত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

স্থানীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ১১ মার্চ বোলানে সন্ত্রাসীরা দুপুর ১টার দিকে একটি রেললাইন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় এবং জাফর এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়। রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্রেনটিতে ৪৪০ জন যাত্রী ছিলেন।

হামলার পরপর এর দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে সাক্ষাৎকারে এ বিষয়টি উল্লেখ করেননি তিনি।

ডনরে ওই প্রতিবেদনে আরও বলা হয়, ট্রেনটিতে জিম্মি সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। নিহত ২১ যাত্রীর সবাইকে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর আগেই হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়াও পাকিস্তান ফ্রন্টিয়ার কর্পসের ৪ সদস্য অভিযান চলাকালে নিহত হন।

মহাপরিচালকের এমন বক্তব্যের পরপরই প্রকাশিত এক বিবৃতিতে হামলার পেছনে আফগানিস্তানে থাকা সন্ত্রাসী গোষ্ঠীর হাত আছে বলে অভিযোগ করে পাকিস্তান আইএসপিআর। ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আশা করে যে অন্তর্বর্তীকালীন আফগান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে সচেতন থাকবে।

এএমএ

Read Entire Article