নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

2 weeks ago 8

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের বর্তমান পরিচালক মাহবুবুল আনাম। একসময় বোর্ডের সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এ ক্রিকেট সংগঠক ২৪ বছর পর বোর্ডের নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি মাহবুবুল আনাম। তবে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, নিজের সিদ্ধান্ত বদলাবেন না তিনি। আগামী অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি মাহবুবুল আনামকে নিয়ে হওয়া বিভিন্ন নেতিবাচক আলোচনা এ সিদ্ধান্তের অন্যতম কারণ। তা ছাড়া ব্যবসায়িক কারণে দুদকে একাধিক মামলাও রয়েছে তার নামে। সাংগঠনিকভাবে বাংলাদেশের ক্রিকেট ক্রমেই জটিল এক পরিস্থিতির দিকে যাচ্ছে, যেটার অংশ তিনি হতে চান না।

নির্বাচন না করলেও ক্রিকেট সংগঠক হিসেব নিজের পরিচয় ছাড়তে চান না মাহবুবুল আনাম। মোহামেডান ক্লাবের সঙ্গেই থাকবেন তিনি। মোহামেডানের সাবেক ক্রিকেটার ১৯৮৫ সালে খেলা ছাড়ার পর ক্লাবের প্রতিনিধি হিসেবে সিসিডিএমের সদস‌্য হন। পরবর্তীতে ২০০১ সালে বোর্ডের পরিচালক নির্বাচিত হন।

Read Entire Article