‘নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে’
চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, আমরা অবশ্যই নির্বাচন কারচুপিটা ঠেকাব, ইনশাআল্লাহ। আমরা মাঠে আছি, সর্বোচ্চ চেষ্টা করব। বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে?
বুধবার (১৫ অক্টোবর) সকালে ভোটকেন্দ্রের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শাফায়েত হোসেন বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি—নির্বাচনের পরে ব্যালট পেপারের কিছু ইস্যু এসেছে। আমরা আশা করছি, চবি প্রশাসন এ ধরনের কোনো ঘটনা ঘটাবে না।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট। তবে এটা কতক্ষণ টিকিয়ে রাখতে পারবে সেটা প্রশ্ন। কারণ আমাদের ক্যাম্পাসের একটা ঐতিহ্য আছে, কোনো একটা ঘটনা বা প্রোগ্রামে প্রথমে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার থাকে। কিন্তু পরে আর নিরাপত্তা ব্যবস্থা থাকে না।
তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি বড় চিন্তার বিষয়। শহরের অনেক শিক্ষার্থী আসবে কি না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৫ থেকে ৪০টা নাকি বাস দিয়েছে, তবে এগুলো পর্যাপ্ত নয়।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। এদিন বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হবে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।