ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। এই শোকবার্তায় মুহ্যমান হয়ে পড়েছেন পরিবার-সাথে টালিউড বাসিন্দারাও।
জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন নীলাঞ্জনা। বাড়িতে ছিলেন না স্বামী গৌতম ঘোষ ও ছেলে, বাইরে ছিলেন কর্মসূত্রে। অসুস্থ বোধ করায় ফোনে স্বামী ও পুত্রকে জানান। এরপর তাকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েকে আনন্দীও হাসপাতালে পৌঁছে যান।
চিকিৎসকরা জানান, হঠাৎ অ্যানিউরিজম দেখা দেয় এবং শরীরে রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত শুক্রবার রাতেই তার অটারি অপারেশন করা হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। আজ (১৮ অক্টোবর) ভোররাতে নীলাঞ্জনা শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নীলাঞ্জনার মৃত্যুর খবরে টালিউডের খ্যাতিমান তারকাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন। শনিবার সকালে তিনি লেখেন,‘আমার প্রিয় নীলাঞ্জনার মৃত্যুতে আমি ভীষণ শোকাহত। উনি আমার বৌদি। আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল। নানান সামাজিক কাজে যুক্ত ছিলেন।’
আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী--তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি।
তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা…
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, ‘নীলাঞ্জনার হাতে তৈরি কাঁথার কাজ ভীষণ সুন্দর। গৌতমদাকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও বলি—মন শান্ত রেখে সবকিছু সামলাতে হবে। বৌদির কথা মনে রেখেই আজ সব কিছু করতে হবে তাকে।’
আরও পড়ুন:
দুই দেশে মাসব্যাপী উদযাপিত হয় হানিয়ার জন্মদিন
শাহরুখকে বাদ দিয়ে শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির
আজ বিকেল ৫টার দিকে তারাতলা শ্মশানে নীলাঞ্জনার শেষকৃত্য সম্পন্ন হবে। এরই মধ্যেই গৌতম ঘোষের বাড়িতে পৌঁছে গেছেন টলিউডের প্রভাবশালী ব্যক্তিত্বরা। বাংলা চলচ্চিত্র পরিবারের জন্য এটি এক গভীর শোকের মুহূর্ত।
এমএমএফ/জেআইএম