নিশোর বিজ্ঞাপন দেখে লাফিয়ে উঠেছিলাম: স্বস্তিকা মুখার্জি

2 months ago 4

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর অভিনয় মুগ্ধ করেছে ওপার বাংলার তারকা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। এক সাক্ষাৎকারে নিজের মুগ্ধতার কথা অকপটে জানিয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, তিনি নিশোর প্রায় সব কাজই দেখেছেন।

স্বস্তিকা বলেন, ‘আমি আফরান নিশোর ফ্যান। মানে, আমি উনার খুবই বেশি ফ্যান। আমি উনার সব কাজ দেখেছি। চরকিতে যেগুলো আছে, হইচেইয়ে যেগুলো আছে—সিন্ডিকেট, কাইজার সব দেখেছি।’

নিশোর প্রতি ভালোবাসা প্রকাশ করে স্বস্তিকা আরও বলেন, ‘একবার আমি গাড়িতে যাচ্ছিলাম, উনার একটা অ্যাডের ছবি দেখলাম, সেটা দেখেও আমি লাফিয়ে উঠেছিলাম।’

বাংলাদেশের অভিনয় জগতে আফরান নিশোর পথচলা শুরু হয় অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর আফজাল হোসেনের প্রতিষ্ঠান ‘টকিজ’-এর স্ক্রিন টেস্টে ডাক পান তিনি। সেখান থেকে নাটক, মডেলিং, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র—প্রতিটি মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

সম্প্রতি শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেও আলোচনায় আসেন নিশো।

Read Entire Article