নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

3 months ago 25

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক প্রদীপ বৈদ্যের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২ জুন) সকালে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এসময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হস্তান্তর কার্যক্রমে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি আমতলী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল কালাম ও কুলাউড়া থানার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়ার সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের ১৮৫২ নম্বর পিলারের কাছে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নিহত হন।

পরে লাশ নিয়ে ভারতের ঊনুকুটি (কৈলাশহর) হাসপাতালে রাখে বিএসএফ। নিহত প্রদীপ দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের পুত্র।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীর পুলিশ সোমবার সকালে কুলাউড়া থানা পুলিশের কাছে প্রদীপ বৈদ্যের মরদেহ হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সিও লে. কর্নেল জাকারিয়া জানান, এ ঘটনায় ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। দু-একদিনের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হবে।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/জিকেএস

Read Entire Article