নুরুল হুদাকে দেখে ‘বেহুদা’ স্লোগান

2 months ago 5

প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) বিকেল ৫টায় এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড মঞ্জুর শেষে আদালতের হাজতখানার দিকে নেওয়ার সময় কিছু আইনজীবী নুরুল হুদাকে লক্ষ্য করে ‘বেহুদা’ স্লোগান দেন। এসময় মাথা নিচু করে সামনে এগিয়ে যান তিনি।

এদিন আদালতের এজলাসে থাকাকালে ২০১৮ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কে এম নূরুল হুদা বলেন, ‘নির্বাচন বিতর্কিত হয়েছে। সেটার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘মাননীয় আদালত, নির্বাচন কমিশন পাঁচটা লোক নিয়ে হয়। নির্বাচনের দায়িত্বে পুলিশ থাকে, নির্বাচনী কর্মকর্তারা থাকে। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখার সুযোগ নেই। ফেয়ার আমি কীভাবে করবো। নির্বাচনের গেজেট হয়ে গেলে এর জুরিসডিকশন হাইকোর্টের। হাইকোর্ট যদি দেখে কোনো লোক দোষ করেছে, হাইকোর্ট শাস্তি দিতে পারে। নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতা নেই।’

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে কে এম নূরুল হুদাকে গ্রেফতার করা হয়। এদিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করে জুতার মালা পরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এর আগে রোববার সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিব উদ্দিন আহমেদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন খান বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

এমআইএন/বিএ/এএসএম

Read Entire Article