ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মিশরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ। মঙ্গলবার (২১ অক্টোবর) জেরুজালেমে অনুষ্ঠিত এই বৈঠকে গাজায় যুক্তরাষ্ট্রসমর্থিত ‘নাজুক’ যুদ্ধবিরতি আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু ও তার একটি দল জেরুজালেমে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা, ইসরায়েল-মিশর সম্পর্ক, দুই দেশের শান্তি জোরদার করার বিষয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
ট্রাম্পের উপস্থাপিত গাজা রোডম্যাপে একটি প্রাথমিক যুদ্ধবিরতির ধাপ অন্তর্ভুক্ত ছিল।
মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত এক্সট্রা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হাসান রাশাদ ইসরায়েল সফরের সময় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করবেন। বর্তমানে উইটকফ ইসরায়েলে অবস্থান করছেন।
রাশাদের এই সফর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে। শারম আল-শেখ শহরে মিশরের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া ওই যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন জোরদারে এই সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরায়েল সফরে রয়েছেন। তিনিও যুদ্ধবিরতি আরও সুদৃঢ় করার উদ্যোগে অংশ নিচ্ছেন। ভ্যান্স বিশেষ দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার ও যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী মার্কিন সামরিক বিশেষজ্ঞদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভ্যান্স বুধবার (২২ অক্টোবর) জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্যান্য ইসরায়েলি নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সূত্র: আল-অ্যারাবিয়া
এসএএইচ